Wellcome to National Portal
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মে ২০১৪

প্রারম্ভিকতা

চলমান চারটি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি
টাওয়ার -৭১
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন চট্টগ্রামের আগ্রাবাদস্থ বাণিজ্যিক এলাকায় ৭১ নং প্লটের ০.১৯২৭ একর জমির উপর ৪টি বেইজমেন্টসহ ২৯ তলা (৪বি+২৫) বাণিজ্যিক ভবন নির্মাণ।

ক)    সীমানা বেড়া নির্মাণ কাজ, এ্যাঙ্গেল ও সি আই সীট ব্যবহার করে সীমানা বেড়া নির্মাণ করা হয়েছে।
খ)    রং এর কাজ সম্পন্ন করা হয়েছে। 
গ)    বিভিন্ন প্রতিষ্ঠানের ছাড়পত্র সংগ্রহ  সি,ডি,এ কর্তৃক জমি ব্যবহারের বিশেষ ছাড়পত্রসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানর ছাড়পত্র পাওয়া গিয়েছে। 
ঘ)    ভূমি সমতল করন , পুরাতন  ভবনের ভিত্তি অপসারণ করে জমি সমতল করা হয়েছে।
ঙ)    সোর পাইলিং-এর কাজ ১৫৮টি (৭০ ফুট গভীর) সোর পাইলিং-এর কাজ সম্পন্ন করা হয়েছে।
চ)    ওয়্যার মেশ / মাটি কাটা / ব্রেসিং-এর কাজ ওয়্যার মেশ, মাটি কাটা ও ব্রেসিং-এর কাজ সম্পন্ন করা হয়েছে।  
ছ)     ম্যাট ঢালাই কাজ  ৬’-০” ম্যাট ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে।  
জ)    সর্বশেষ অবস্থা  রিটেইনিং ওয়াল ও কলামের রড বাঁধার কাজ চলছে।

জয় বাংলা বাণিজ্যিক ভবন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন চট্টগ্রামের আগ্রাবাদস্থ বাণিজ্যিক এলাকায় ৩৬ নং প্লটের ০.২৪০৯ একর জমির উপর ২টি বেইজমেন্টসহ ১৯ তলা (২বি+১৭) বাণিজ্যিক ভবন নির্মাণ


ক)    সীমানা বেড়া নির্মাণ কাজ  এ্যাঙ্গেল ও সি আই সীট  দিয়ে সীমানা বেড়া নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
খ)    রং এর কাজ সম্পন্ন করা হয়েছে। 
গ)    বিভিন্ন প্রতিষ্ঠানের ছাড়পত্র সংগ্রহ সি,ডি,এ হতে জমি ব্যবহারের বিশেষ ছাড়পত্র  ও নকশার অনিুমোদন পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের ছাড়পত্র সংগ্রহের কার্যক্রম অব্যাহত আছে।
ঘ)    ভূমি সমতল করন পুরাতন  ভবনের ভিত্তি অপসারণ করে জমি সমতল করা হয়েছে।
ঙ)    সোর পাইলিং এর কাজ সোর পাইলিং ১৬০ টি শেষ হয়েছে। অবশিষ্ট ১০ টি সোর পাইলিং-এর কাজ চলছে। 


আবাসিক সিটি বিজয় নিকেতন
ঢাকার পোস্তগোলাস্থ ১২১, করিমুল্লাবাগের ৪.২৩ একর জমির উপর কার পার্কিং, কমিউনিটি সেন্টার, ডিপার্টমেন্টাল স্টোর, মসজিদ, স্ট্যান্ডার্ড প্রাথমিক বিদ্যালয়, চিলড্রেন পার্ক, খেলার মাঠ, ওয়াটার বডি ইত্যাদি সহ প্রায় ৮০০ আবাসিক ফ্ল্যাটের আবাসিক কমপ্লেক্স নির্মাণ।
ক)    সীমানা বেড়া নির্মাণ কাজ    ঃ    এ্যাঙ্গেল ও সি আই সীট  দিয়ে সীমানা বেড়া নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
খ)    রং এর কাজ সম্পন্ন করা হয়েছে। 
গ)    প্রকল্পের সামনের জমি বুঝে নেয়া প্রকল্পের ভিতরের ট্রাফিক সার্কিট সহজ করার লক্ষ্যে অর্থাৎ প্রবেশ ও বাহির গেইট স্বতন্ত্র করার জন্য রাস্তা সংলগ্ন প্রয়োজনীয় জায়গা সিটি কর্পোরেশন হতে বরাদ্দ নেয়া হয়েছে।
ঘ)    সাইট অফিস, আনসার শেড ও সাব-ষ্টেশন রুম নির্মাণ সেমিপাকা টিন শেড সাইট অফিস, আনসার শেড এবং সাব ষ্টেশন রুম নির্মাণ সম্পন্ন করা হয়েছে।
ঙ)    বিভিন্ন প্রতিষ্ঠানের ছাড়পত্র সংগ্রহ  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ হতে ভূমি ব্যবহারের ছাড়পত্র, তিতাস গ্যাস, ফায়ার সার্ভিস, পুলিশ, সিটি কর্পোরেশন, ডিপিডিসি, ওয়াসা ও সিভিল এভিয়েশন হতে ছাড়পত্র সংগ্রহ করা হয়েছে।        অন্যান্য প্রতিষ্ঠানের ছাড়পত্র সংগ্রহের প্রক্রিয়া অব্যাহত আছে।
চ)    বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপন বৈদ্যুতিক সাব-ষ্টেশনের সকল যন্ত্রপাতি স্থাপন করে বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন করা হয়েছে।
ছ)    মাষ্টার প্ল্যান মাষ্টার প্ল্যান চূড়ান্ত করা হয়েছে।
জ)    ভূমি সমতল করন পরিত্যাক্ত পুরাতন মেশিন ফাউন্ডেশন, ভবন ফাউন্ডেশন ভেঙ্গে ও অপসারণ করে জমি সমতল করনের কাজ সম্পন্ন করা হয়েছে।

প্রকল্পঃ ‘ঢাকাস্থ গজনবী সড়কে মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে বহুতল বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ।’

প্রকল্প এলাকা ও জমির পরিমান :  প্লট নং-১/১, ১/২ ও ১/৩ গজনবী সড়ক মোহাম্মদপুর, ঢাকা। জমির পরিমান ৬০.৮৮ শতাংশ।
প্রকল্পের সুযোগ সুবিধা 

ক) বেইজমেন্ট ফ্লোর- ২ টি  গাড়ী পার্কিং।
খ) ১ম তলা - শিশুদের খেলাধুলার জন্য উন্মুক্ত জায়গা, সাব স্টেশন এবং সার্ভিস ফ্যাসিলেটিস।
গ) ২য়-৫ম তলা - শপিং ও বাণিজ্যিক ব্যবহার।
ঘ) ৬ষ্ঠ তলা- অনুষ্ঠানাদির জন্য নির্ধারিত স্থানে কমিউনিটি স্পেস, কমন রুম, ২টি ডরমেটরী, ডাক্তারের চেম্বার,  ট্রাস্ট অফিস ইত্যাদি থাকবে।
ঙ) ৭ম-১৩ তম তলা- ১১২২ বর্গফুট বিশিষ্ট প্রতি তলায় ১২ টি করে মোট ৮৪ টি আবাসিক ফ্ল্যাট।
    প্রকল্পের বর্তমান অবস্থা- বর্তমানে ভবনের ফিনিশিং কাজ চলছে। টাইলস স্থাপনের কাজ প্রায় শেষ। একটি লিফ্ট চালু আছে, অবশিষ্ট ৫টি ফেব্রুয়ারী মাসের মধ্যে চালু হবে, দরজা, জানালা, থাই, চৌকাঠ,

    ইত্যাদির কাজ শেষ। ভিতরের সকল কাজ মার্চের মধ্যে এবং বাহিরের সকল কাজ এপ্রিলের মধ্যে শেষ হবে মর্মে আশা করা যায়।

১।  পূর্ণিমা ফিলিং এন্ড সার্ভিস স্টেশন, ৪৭ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা

(১)    ট্রাস্টের অধীনে ন্যস্ত    -    ১৯৭২ সালে
(২)    জমি    -    ০.১১০৮ একর
(৩)    পন্য/সেবা    -    মেঘনা পেট্রোলিয়ামের পেট্রোল, ডিজেল, অকটেন ইত্যাদি জ্বালানী
(৪)    পরিচালনা    -     বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
(৫)    জনবল    -    ০৭ জন(কর্মকর্তা-২ জন, কর্মচারি-৫ জন)
(৬)    মাসিক বেতন ভাতাদি    -    ৩.০০ (তিন) লক্ষ টাকা  (প্রায়)
(৭)    মাসিক গড় বিক্রয়        ১.০০ (এক) কোটি টাকা (প্রায়)
(৮)    বর্র্তমান অবস্থা         বর্র্তমানে লাভজনক
(৯)    লাভ    -    নীট লাভ - ১,০০,১২,৫০৩/ টাকা (২০১২-২০১৩)

 

২।  ইসিআই লিঃ, ৩৬ আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম(অফিস) এবং কারখানা রাঙ্গুনিয়া, চট্টগ্রাম 

(১)    ট্রাস্টের অধীনে ন্যস্ত      - ১৯৭৮ সালে
(২)    জমি                    - কারখানা-১০.১ একর, পাহারী জমি-১৫.০ একর, ৩৬ আগ্রাবাদ-০.২৪একর’ ৭১আগ্রাবাদ-০.১৯একর
(৩)    উৎপাদিত পণ্য         - ফর্মালিন,ইউরিয়া ফর্মালডিহাইড এডহেসিভ, ইউরিয়া ফর্মালডিহাইভ কম্পাউন্ড, থার্মোসেটিং মোলডিং আর্টিক্যাল
(৪)    পরিচালনা               - বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
(৫)    জনবল                  - ৪০ জন(কর্মকর্তা-৪ জন, কর্মচারি-২৪ জন, শ্রমিক-১২ জন)
(৬)    মাসিক বেতন ভাতাদি    - ৮.৫০ (সাড়ে আট) লক্ষ টাকা (প্রায়)
(৭)    মাসিক গড় বিক্রয়       - ২২.০০(বাইশ) লক্ষ টাকা (প্রায়)
(৮)    বর্তমান অবস্থা          - বিক্রয় মূল্য বেশী। বড় বড় প্রায় সকল প্রতিষ্ঠানই ইসিআই থেকে ক্রয় না করে নিজেদের কারখানায় ইউরিয়া রেজিন (তরল) উৎপাদন করে থাকে।
তাছাড়া বিদেশ থেকে আমদানীকৃত চায়না/কোরিয়ান/ইন্দোনেশিয়ান ইউরিয়া কম্পাউন্ড কম মূল্যে পাওয়া যায়। বিদেশী মালের গুনগত মান এবং মূল্য কম হওয়ায় সকলেই বিদেশী পণ্য ব্যবহার করেন।
২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থবর্ষে ইউরিয়া রেজিন (পাউডার) এর উপর আমদানী শুল্ক ১২% হতে বৃদ্ধি করে ২৫% করা হয়। তাতেও বিক্রয় বৃদ্ধি পায়নি।


৩।  মিমি চকলেট লিঃ, ২৫৫, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা

(১)    ট্রাস্টের অধীনে ন্যস্ত       - ১৯৭২ সালে
(২)    জমি                     - ১.০০ একর
(৩)    উৎপাদিত পণ্য          - চকলেট সামগ্রী ও চুইংগাম
(৪)    পরিচালনা                - বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
(৫)    জনবল                  - ২৪ জন(কর্মকর্তা-৩ জন, কর্মচারি-৬ জন, শ্রমিক-১৫ জন)
(৬)    মাসিক বেতন ভাতাদি     - ৫.০০ (পাঁচ) লক্ষ টাকা (প্রায়)
(৭)    মাসিক গড় বিক্রয়        - ২০.০০(বিশ) লক্ষ টাকা (প্রায়)
(৬)    বর্র্তমান অবস্থা           - চকলেট উৎপাদনের মেশিনারীগুলি দীর্ঘ প্রায় ৫০ বৎসরের পুরাতন। বর্তমানে এ প্রযুক্তির মেশিনারী দেশে-বিদেশে বিদ্যমান নাই। মেশিনারীজ এর সমস্যা প্রায়শই দেখা দেয়। এক্ষেত্রে স্থানীয়ভাবে যন্ত্রাংশ তৈরী/মেরামত করে উৎপাদন অব্যাহত রাখা হচ্ছে। প্যাকেজিংসহ উৎপাদন প্রক্রিয়া অটোমেটিক না হওয়ার কারণে দেশী-বিদেশী চকলেট এর সাথে টিকে থাকা দুরুহ হয়ে পড়েছে। 

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট-এর ৩২টি প্রতিষ্ঠান-এর নাম  ও ঠিকানা ।
১৯৭২ সনে শিল্প মন্ত্রণালয় কর্তৃক ট্রাস্টের নিকট ন্যাস্তকৃত ০৯টি  শিল্প প্রতিষ্ঠান। 
ক্রঃ নং    প্রতিষ্ঠানের নাম    ঠিকানা    জমির পরিমান
(একর)    মন্তব্য

১।    তাবানী বেভারেজ কোং লিঃ    ২৫৭,তেজগাও শিল্প এলাকা ঢাকা।    ১.০০০০    ২০০৮সন হতে বন্ধ
২।    সিরকো সোপ এন্ড কেমিক্যাল ইন্টাস্ট্রিজ লিঃ    ২৭৩-৭৬, তেজগাও শিল্প এলাকা ঢাকা।    ২.০০০০    ২০০৯সন হতে বন্ধ
৩।    মিমি চকোলেট লিঃ    ২৫৫, তেজগাও শিল্প এলাকা ঢাকা।    ১.০০০০    চালু আছে।
৪।    মডেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস    ১২,২৭-৩২ মদনপাল লেন, ঢাকা।    ০.৩৬৬০
       মার্কেট করা হয়েছে।
৫।    মডেল ইলেকট্রিক এন্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন    ১২,২৭-৩২ মদনপাল লেন, ঢাকা।        গুটিয়ে ফেলা হয়েছে।
৬।    বাক্সলী পেইন্টস লিঃ    ২১৫-১৬ নাসিরাবাদ শিল্প এলাকা,চট্টগ্রাম।    ১.৯৩২০    ওয়্যারহাউজ
৭।    হামিদিয়া অয়েল মিলস্ লিঃ    ১৩৭, নাসিরাবাদ শিল্প এলাকা, চট্টগ্রাম।    ২.০০০০    পূজি প্রত্যাহার করা হয়েছে।
৮।    হামিদিয়া মেটাল ইন্ডাস্ট্রিজ    ১৪০, নাসিরাবাদ শিল্প এলাকা, চট্টগ্রাম।    ২.০০০০    পূজি প্রত্যাহার করা হয়েছে।
৯।    যাত্রিক পাবলিকেশন্স    ৩/১৪, জনসন রোড, ঢাকা।    -    পূজি প্রত্যাহার করা হয়েছে।
       ১৯৭২ সনে শিল্প মন্ত্রণালয় কর্তৃক ট্রাস্টের নিকট ন্যাস্তকৃত ০৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠান।

 

১।    গুলিস্তান সিনেমা কোম্পানী    ২, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা।    

       ০.৬১৪০    ২০০১ সন হতে বন্ধ
২।    নাজ সিনেমা কোম্পানী    ২, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা।        ২০০১ সন হতে বন্ধ
৩।    গুলিস্তান ফিল্ম করপোরেশন    ২, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা।        মার্কেট নির্মাণাধীন।
৪।    আনিস ফিল্ম করপোরেশন    ২, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা।        গুটিয়ে ফেলা হয়েছে।
৫।    চু-চিন- চৌ রেস্তোরা    ২, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা।        গুটিয়ে ফেলা হয়েছে।
৬।    ইলেকট্রনিক এন্ড ফিল্ম ইকুইপমেন্ট    ২, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা।        গুটিয়ে ফেলা হয়েছে।
৭।    মুন সিনেমা কোম্পানী    ১১, ওয়াইজঘাট রোড, ঢাকা।    ০.৬২০০    আদালতের রায়ের প্রেক্ষিতে মালিকানা হস্তান্তর প্রক্রিয়াধীন।
৮।    পূর্ণিমা ফিলিং এন্ড সার্ভিস স্টেশন    ৪৭, টয়েনবি সার্কুলার রোড, ঢাকা।    ০.১১০৮    চালু আছে।
৯।    দেলোয়ার পিকচার্স লিঃ    ১০৩৮, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম।    ০.৬৫৯৯    লীজে পরিচালিত হচ্ছে।

০১.০৩.১৯৭৭ তারিখে শিল্প মন্ত্রণালয় কর্তৃক ট্রাস্টের নিকট ন্যাস্তকৃত ১১টি প্রতিষ্ঠান।
১।    ইস্টার্ণ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ    রাঙ্গুনিয়া, চট্টগ্রাম    ২৫.২৯০০    চালু আছে।
২।    মেটাল প্যাকেজেস লিঃ    ১৫৫-১৫৬, তেজগাও শিল্প এলাকা, ঢাকা।    ২.০০০০    ১৯৯৪ সন হতে বন্ধ আছে।
৩।    ইউনাইটেড টোবাকো কোং লিঃ    বোর্ড বাজার, গাজীপুর।    ১.১০৫০    বন্ধ আছে।
৪।    বাংলাদেশ গ্লাস ইন্ডাস্ট্রিজ (হাইসন্স)    ১০২ টঙ্গী শিল্প এলাকা, গাজীপুর    ১.৭৭০০    বন্ধ আছে।
৫।    হরদেও গ্লাস এন্ড এ্যালুমিনিয়াম    ৪, হাটখোলা রোড, সুত্রাপুর,ঢাকা।    ১১.৯৩০০    টিনশেড মার্কেট চালু আছে।
৬।    পারুমা (ইস্টার্ণ) লিঃ    ১২১, করিমুল্লার বাগ, ঢাকা।    ৪.২৩০০    বহুতল আবাসিক ভবন নির্মাণাধীন
৭।    বাক্স রাবার কোং লিঃ    ৪৭৪, চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা।    ৭.২৫০০    হুটিয়ে ফেলা হয়েছে।
৮।    ওমর সন্স (স্ট্রাকচার) লিঃ    ৩৬০ তেজগাও শিল্প এলাকা, ঢাকা।    ২.০০০    পূজি প্রত্যাহার করা হয়েছে।
৯।    বেঙ্গল ন্যাশনাল ট্যানারি    হাজারীবাগ, ঢাকা।    ০.৬৪০০    পূজি প্রত্যাহার করা হয়েছে।
১০।    ন্যাশনাল ট্যানারী    হাজারীবাগ, ঢাকা।    ১.০০০০    পূজি প্রত্যাহার করা হয়েছে।
১১।    মদিনা ট্যানারী    হাটহাজারী রোড, চট্টগ্রাম।    ৬.২০০০    পূজি প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট-এর নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত ৩টি প্রতিষ্ঠান।
১।    মাল্টিপুল জুস কনসেনট্রেট প্ল্যান্ট (১৯৮৩ সন)    ২০, মোহরা শিল্প এলাকা, চট্টগ্রাম।    ৫.০৬০০    ২০০৫ সন হতে বন্ধ।
২।    দুর্বার এ্যাডভারটাইজিং (১৯৭৭ সন)    ২, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা।    নাই    গুটিয়ে ফেলা হয়েছে।
৩।    ট্রাস্ট আধুনিক হাসপাতাল (১৯৯১ সন)    চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা।    ০.১৪০০    ১৯৯৫ সন হতে বন্ধ।

All Industries of Trust.doc All Industries of Trust.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon