Wellcome to National Portal
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মে ২০১৪

ই সি আই

৩৬ আগ্রাবাদ বা /এ, চট্টগ্রাম(অফিস) এবং কারখানা রাঙ্গুনিয়া, চট্টগ্রাম 

 

(১) ট্রাস্টের অধীনে ন্যস্ত - ১৯৭৮ সালে


(২) জমি-কারখানা-১০.১ একর, পাহারী জমি-১৫.০ একর,৩৬ আগ্রাবাদ-০.২৪একর,৭১ আগ্রাবাদ-০.১৯একর


(৩) উত্পাদিত পণ্য-ফর্মালিন,ইউরিয়া ফর্মালডিহাইড এডহেসিভ,ইউরিয়া ফর্মালডিহাইভ কম্পাউন্ড,                থার্মোসেটিং মোলডিং আর্টিক্যাল


(৪) পরিচালনা-বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট


(৫) জনবল-৪০ জন(কর্মকর্তা-৪ জন, কর্মচারি-২৪ জন, শ্রমিক-১২ জন)


(৬) মাসিক বেতন ভাতাদি-৮.৫০ (সাড়ে আট) লক্ষ টাকা (প্রায়)


(৭) মাসিক গড় বিক্রয়-২২.০০(বাইশ) লক্ষ টাকা (প্রায়)


(৮) বর্তমান অবস্থা  বিক্রয় মূল্য বেশী। বড় বড় প্রায় সকল প্রতিষ্ঠানই ইসিআই থেকে ক্রয় না করে নিজেদের কারখানায় ইউরিয়া রেজিন (তরল) উত্পাদন করে থাকে। তাছাড়া বিদেশ থেকে আমদানীকৃত চায়না/কোরিয়ান/ইন্দোনেশিয়ান ইউরিয়া কম্পাউন্ড কম মূল্যে পাওয়া যায়। বিদেশী মালের গুনগত মান এবং মূল্য কম হওয়ায় সকলেই বিদেশী পণ্য ব্যবহার করেন।

২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থবর্ষে ইউরিয়া রেজিন (পাউডার) এর উপর আমদানী শুল্ক ১২% হতে বৃদ্ধি করে ২৫% করা হয়। তাতেও বিক্রয় বৃদ্ধি পায়নি।