ট্রাস্ট এর বর্তমান অবস্থাঃ
ট্রাস্টকে আধুনিকায়ন ও স্বনির্ভর করার জন্য বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের ৬৪ তম এবং ৬৫ তম সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৩টি স্থানে শেয়ারিং পদ্ধতিতে বহুতল বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণসহ এ সকল সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যক্রম চলছে।
দীর্ঘদিন বন্ধ থাকা চট্টগ্রামের নাসিরাবাদস্থ বাক্সলী পেইন্টস এর জমিতে ৭,৫০০বর্গফুট বিশিষ্ঠ ওয়্যারহাউজ নির্মাণ করে বার্ষিক ১৮(আঠার) লক্ষ টাকায় মে/২০১৪ হতে ভাড়া দেয়া হয়েছে। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে আরো ২৮,১২৫ বর্গফুট জমির উপর টেন্ডারের মাধ্যমে ওয়্যারহাউজ নির্মানের কার্যক্রম চলছে।বাক্সলী ওয়্যারহাউজ ট্রাস্টের একটি আয়বর্ধক প্রতিষ্ঠান।
ঢাকাস্থ মোহাম্মদপুরে গজনবী সড়কে মুক্তিযোদ্ধাদের কল্যানার্থে ২টি বেজমেন্টসহ ১৫তলা বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির ৩০ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ভবনের বানিজ্যিক অংশ ভাড়া প্রদানের জন্য ২৮/০৯/২০১৫ খ্রিঃ তারিখে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী টেন্ডার কার্যক্রম চালু থাকা অবস্থায় একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কর্তৃক দায়েরকৃত রিট পিটিশন নং-১০৬৫৯/২০১৫ এর প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট টেন্ডারের কার্যক্রম ০৩(তিন) মাসের জন্য স্থগিত করে। মহামান্য হাইকোর্ট হতে নিস্পত্তি সাপেক্ষে শীঘ্রই বিধি মোতাবেক বানিজ্যিক অংশ ভাড়া প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান হতে আয় হবে।আশা করা যায় শীঘ্রই বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট একটি স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।