Wellcome to National Portal
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুন ২০২৪

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট বিষয়ক : নির্বাহী কমিটি

নির্বাহী​  কমিটি প্রধান  মাননীয় মন্ত্রী 

আ, ক, ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

 ক্র নং                        সদস্যবৃন্দ         পদবী          সংখ্যা         
০১  মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়        সভাপতি      ১
০২   মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য   সদস্য   ৪
০৩  সচিব. অর্থ মন্ত্রনালয়    সদস্য  ১
০৪ সচিব. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়    সদস্য  ১
০৫ সচিব. শিল্প মন্ত্রনালয়    সদস্য  ১
০৬ ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্ট   সদস্য সচিব  ১
   মোট        

নির্বাহী কমিটির কার্যপরিধি :-
নির্বাহী কমিটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজ এর পক্ষে নিম্নরুপ দায়িত্বসমূহ সম্পাদন করিবে :-
(১)  বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যাবলী সম্পাদনের নিমিত্ত আইন ও এর অধীনে  প্রণীত বিধি দ্বারা বোর্ড অব ট্রাস্টিজের উপর অর্পিত যাবতীয় দায়িত্ব অনুসরন ;
(২)  বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা কমিটির কার্যাবলী তদারকি ;
(৩)  বোর্ড অব ট্রাস্টিজের পুর্বানুমোদন সাপেক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কোন স্থাবর সম্পত্তি বিক্রয়/হস্তান্তর এবং নিজেস্ব কোন প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদী ইজারা প্রদানের ব্যবস্থা গ্রহন ;
(৪)  বোর্ড অব ট্রাস্টিজের পুর্বানুমোদন সাপেক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও অধীনস্ত সব চালু শিল্প প্রতিষ্ঠানসমূহের পরিচালনা ও সম্প্রসারণ সংশ্লিষ্ট সিদ্ধান্ত ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানসমূহ পুনরায় চালুকরণ/উন্নয়নের মাধ্যমে বিকল্প ব্যবহারের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহন ; এবং
(৫)  সময় সময় বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান কর্তৃক অর্পিত দায়িত্ব সম্পাদন ।