টাওয়ার - ৭১
ট্রাস্টের মালিকানাধীন চট্টগ্রামের আগ্রাবাদস্থ বাণিজ্যিক এলাকায় ৭১নং প্লটের ০.১৯২৭ একর জমির উপর শেয়ারিং
পদ্ধতিতে ৪টি বেইজম্যান্টসহ ২৫ তলা (৪বি+২৫) “টাওয়ার -৭১” বহুতল বাণিজ্যিক ভবন নির্মান।
(ক) ৪টি বেইজম্যান্টসহ ২৩তম (৪বি+২৩) তলা পর্যন্ত ফ্রেম স্ট্রাকচারের কাজ সম্পন্ন করা হয়েছে । অবশিষ্ট কাজ চলমান আছে ।
(খ) ভবনের ভিতর ও বাহির অংশে প্লাস্টারের কাজ চলমান আছে ।